কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা সদরে অবস্থিত একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৯৩ ইং সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৮০০ জন ছাত্র- ছাত্রী লেখাপড়া করে এবং শিক্ষাদানে জড়িত আছেন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ে পাঠদানের সুষ্ঠ পরিবেশ বিদ্যমান। বাংলাদেশের ৩১৫টি মডেল স্কুল এর মধ্যে এই বিদ্যালয় একটি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের আদেশ মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণ করার অভিপ্রায়ে এই বিদ্যালয়টি ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর সরকারিকরণ করা হয়। বিদ্যালয়ে একটি আইসিটি লার্নিং সেন্টার, কম্পিউটার ল্যাব রয়েছে।